X Close
X
+91-9846067672

অত্যাচার সহ্য করতে না পেরে আইন মেনে তালাক দিলেন বরেলির দুই মহিলা


তিন তালাক প্রথা তুলে দিয়ে মুসলিম মহিলাদের ক্ষমতায়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে মোদী সরকার৷ তাই আর অত্যাচার সহ্য করা নয়৷ আইনের বলেই বিবাহের সম্পর্ক ছিন্ন করলেন উত্তরপ্রদেশের দুই মহিলা৷ জানা গিয়েছে, আইনের তালাক-ই-তাফিজকে ব্যবহার করে বিবাদ বিচ্ছেদ করেছেন তাঁরা৷ বরেলির একটি আদালতে এই মামলা ওঠে৷

একজন মহিলা, নাম নিশা হামিদ৷ তাঁর স্বামী জাভেদ আনসারির সঙ্গে দীর্ঘ ১৩ বছরের সম্পর্কের বিচ্ছেদ ঘটালেন৷ তাঁর আইনজীবী কাজি জুবের আহমেদ জানান, শ্বশুরবাড়িতে দিনের পর দিন প্রবল অত্যাচার চালানো হত নিশার উপরে৷ স্বামী, জাভেদ আনসারিকে জানানো হলেও কোনও সুরাহা করতে পারেনি সে৷ ফলে দীর্ঘ ১৩ বছর মুখ বন্ধ করে সহ্য করার পর, বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁর মক্কেল৷ 

কেবল নিশাই নয়, একই ধরনের আরও একটি ঘটনা, একই দিনে ঘটেছে ওই আদালতে৷ ২০১৪-তে বাড়ির অমতে পালিয়ে বিয়ে গিয়ে আরবাজকে বিয়ে করেছিল ইয়াসমিন৷ বরেলির একই গ্রামের থাকত তারা, সেখান থেকেই ভালোবাসা শুরু তাঁদের হয়েছিল৷ পরে পঞ্চায়েতের নিময় মেনে বিয়ে হয় তাদের৷ অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর উপর অত্যাচার শুরু করেছিল আরবাজ৷বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য ইয়াসমিনকে চাপ দেওয়া হত৷ তাই আর অত্যাচার সহ্য করতে না পেরে বিচ্ছেদের সিদ্ধান্ত নিল ইয়াসমিন৷

এই দুই মহিলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অল মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য খলিদ রশিদ মাহালি৷