কলকাতার টিপু সুলতান মসজিদ মহিলাদের জন্য ইফতারের আয়োজন করলো! ১৮৪ বছরের ইতিহাসে এই প্রথম। এই সিদ্ধান্ত নিয়েছেন টিপু সুলতান মসজিদের প্রতিষ্ঠাতা সুলতান গোলাম মহম্মদের প্রপৌত্র সুলতান আনোয়ার আলি শাহ। মহিলারা যাতে ধর্মতলা ও সংলগ্ন এলাকাতে এসে যাতে অসুবিধায় না পড়েন, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মসজিদ চত্বরে অস্থায়ী ছাউনি তৈরি হয়েছে। সেখানেই প্রতিদিন ইফতার করছেন ১৫০ জন মহিলা। তাঁদের জন্য আলো, পাখা, পর্যাপ্ত পানীয়জল ও ইফতার সামগ্রী মজুত থাকছে। জানা গিয়েছে, চাইলে বাড়ি থেকে ইফতার সামগ্রী নিয়ে এসেও সেখানে বসে রোজা ভঙ্গ করতে পারেন মহিলারা। তারপর মগরিবের নমাজ পড়ে ফের নির্দিষ্ট গন্তব্যে রওনা দিতে পারেন। কিন্তু যদি সঙ্গে ইফতার না থাকে তাহলেও কোনো সমস্যা নেই। ইফতার শুরুর কয়েক মুহূর্ত আগে মসজিদের ওই ছাউনিতে পৌঁছালেই সমস্ত আয়োজন করে দেবে মসজিদ কর্তৃপক্ষ। প্রতিদিনই ইফতার সামগ্রীতে থাকছে শরবত, ফল, ছোলা ও মিষ্টি।
এই প্রথমবার এইরকম একটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিল টিপু সুলতান মসজিদ কর্তৃপক্ষ। তাতে খুশি মুসলিম মহিলারা। কাজের কারণে বা কেনাকাটা করতে প্রতিদিনই অনেক মুসলিম মহিলা রাস্তায় বেরোচ্ছেন। অথচ রাস্তায় থাকলে ইফতারে সমস্যায় পড়তে হচ্ছে। তাতে টিপু সুলতান মসজিদের এই উদ্যোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ।