X Close
X
+91-9846067672

জওয়ানের শিশুকন্যার প্রাণ বাঁচাতে রোজা ভাঙলেন, মানবিকতার পরিচয় দিলেন মুসলিম যুবক


মনুষত্বই সবচেয়ে বড় ধর্ম, এটা আবারও প্রমাণ হলো। শিশুর প্রাণ বাঁচাতে রোজা ভাঙ্গলেন এক মুসলিম যুবক। ঘটনাটি ঘটেছে বিহারে। বিহারের মহম্মদ আশফাক এতদিনের রমজানের রোজা এক মুহুর্তে ভেঙে দিলেন এসএসবি জওয়ান রমেশ সিংয়ের দুই দিনের কন্যাসন্তানের প্রাণ বাঁচানোর জন্য।

অরুণাচল প্রদেশের সীমান্ত রক্ষা করছেন রমেশ সিং। সন্তানসম্ভবা ছিলেন তাঁর স্ত্রী আরতি। দিন দুই আগে দ্বারভাঙার একটি বেসরকারি নার্সিংহোমে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। তবে জন্মের পরই অসুস্থ হয়ে পড়ে শিশুটি। রক্তের প্রয়োজন ছিল তার। ' ও নেগেটিভ ' গ্রুপের রক্তের দরকার ছিল। কিন্তু কিছুতেই তা মিলছিল না। যা হাসপাতালে ছিল না। শিশুর প্রাণ বাঁচাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন পরিবার-পরিজনরা। সেই পোস্টের মাধ্যমেই বিষয়টি জানতে পারেন আশফাক। তাঁরও ব্লাডগ্রুপ ‘ও নেগেটিভ’। তবে চিকিৎসকরা আশফাকের রক্ত নিতে অস্বীকার করেন। জানান, উপোস করে থাকায় তাঁর রক্ত নেওয়া সম্ভব নয়। দ্বিধা একবারের জন্যও আসেনি যুবকের মনে। সঙ্গে সঙ্গে রোজা ভাঙতে রাজি হয়ে যান তিনি। খাবার খাওয়ার কিছুক্ষণ পর শিশুকে রক্ত দেন।

পরে সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে আশফাক জানান, রোজা পরেও রাখা যাবে। জীবন বাঁচানো বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে তাঁর। তার উপরে শিশুকন্যা দেশের জওয়ানের সন্তান। সে কারণেও তাকে বাঁচানো অবশ্য কর্তব্য বলে মনে হয়েছে বিহারের যুবকের। আশফাকের এই ঘটনা প্রমান করলো পৃথিবীতে মানবিকতা এখনও অবলুপ্ত হয়ে যায়নি।