X Close
X
+91-9846067672

জেরুজালেমের আল-আকসা’র আদলে মসজিদ তৈরী হলো বারুইপুরে


ঈদের উত্সবেও থিম। শিল্পের ছোঁয়া দক্ষিণ শহরতলির বারুইপুরে ঈদের প্রদর্শনী-সৌধ তৈরিতে। তার জন্য নিযুক্ত করা হয়েছিল কলকাতার নামী পুজোর এশিয়ান পেন্টেস সম্মান জয়ী প্রখ্যাত থিম শিল্পী সুশান্ত পালকে। জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদের অনুকরণে স্থাপত্যকে ফুটিয়ে তুলতে যে বিগ-বাজেট খরচ হচ্ছে তাও কলকাতার নামী পুজোকেও হার মানিয়েছে। মুসলিম সম্প্রদায়ের তৃতীয় পবিত্রতম এই মসজিদের অনুকরণে তৈরি মহামূল্যবান সৌধের অনুকরণে তৈরি প্রদর্শনী এবার ঈদের অন্যতম আকর্ষণ।

ইসলামে শবে-মেরাজের ঐতিহাসিক ঘটনার সঙ্গে জড়িত জেরুজালেমের এই আল-আকসা। মুসলিম সম্প্রদায়ের প্রথম কেবলা হত এই পবিত্র মসজিদকে ঘিরে। কথিত আছে আল-আকসা থেকেই মহানবী হজরত মহম্মদ (সাঃ) মিরাজে গিয়েছিলেন। ইসলামের ইতিহাসে শবে-মেরাজ এবং আল-আকসার গুরুত্ব অপরিসীম। কয়েক’শো বছরের প্রাচীন এই মসজিদটি আপাতত ইজরায়েলে। রাষ্ট্রসংঘ যদিও মসজিদকে প্যালেস্তাইনের বলে ঘোষণা করেছে। 

জানা গিয়েছে, আল-আকসা থিমের বাস্তবায়ন করেছেন আরেক শিল্পী সোমনাথ মুখেপাধ্যায়। সব মিলিয়ে খরচ ২০ লক্ষ টাকা পরেছে। তবে ইসলামের এমন ঐতিহাসিক সৌধকে ঈদে থিম করে উপস্থাপনের মূল কৃতিত্ব আয়োজক ইদ কমিটির সম্পাদক সাদিক ইসলামের। এই সম্পর্কে সাদিক বলেন, আল-আকসার মতো পবিত্র তীর্থক্ষেত্রে অনেক চেষ্টা করেও অধিকাংশ ধর্মপ্রাণ মুসলিম পৌছাতে পারছেন না। প্রচুর টাকা খরচ ছাড়াও ইজরায়েলের অনুমতি মিলছে না। তাই ঘরের পাশে নামী শিল্পীকে দিয়ে ইদের থিম করে সাধারণ মানুষের কাছে পৌছে দেওয়া হল।