X Close
X
+91-9846067672

দক্ষিণ দিনাজপুরে আবার ইফতারের খাবার খেয়ে অসুস্থ ৯০ জন


আবারও ইফতারের খাবারে বিষক্রিয়ার ঘটনা৷ সেই দক্ষিণ দিনাজপুরেই৷ তবে এবারে অসুস্থের সংখ্যা অনেকটাই বেশি৷ ইফতারের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন অন্তত ৯০ জন৷ এদের মধ্যে ৩৫ জনকে রসিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ দক্ষিণ দিনাজপুরের বংশীহারি ব্লকের দাউদপুরের পর এবার গোবিন্দপুর ও দৌহুয়াকুড়িতে অসুস্থ হয়ে পড়লেন অসংখ্য গ্রামবাসী৷ গত তিন দিনের ব্যবধানে একই জেলা থেকে অন্তত ১২০ জন অসুস্থ হওয়ার খবর পাওয়া গিয়েছে৷

জানা গিয়েছে, গোবিন্দপুর ও দৌহুয়াকুড়িতে ইফতারের আয়োজন করা হয়৷ অভিযোগ, অনুষ্ঠানে পরিবেশন করা খাবারের মধ্যে বিষক্রিয়া হওয়ায় অন্তত ৯০ জন অসুস্থ পড়েন৷ পরে দুই গ্রামের মোট ৩৫ জনকে রসিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়৷ বাকিদের চিকিৎসা গ্রামেই চলছে৷ এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে মেডিক্যাল টিম। ঘটনাস্থলে গিয়েছেন বংশীহারির বিডিও শুভজিৎ দাস। পুরো বিষয়ের উপর নজর রাখছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর৷

জ্বর, বমি ও পেটের নানান উপসর্গ নিয়ে রোগীরা হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে৷ বাড়িতে যাঁদের চিকিৎসা চলছে, তাঁদের উপর বিশেষ নজর রাখছেন স্বাস্থ্যকর্মীরা৷