ফৈজাবাদের দেহরিওয়ান গ্রামে সম্প্রীতির নজির গড়েছেন গ্রামবাসীরা। কারণ, শেষ ৪০ বছর ধরে এই গ্রামে একেবারে পরিবারের মতো বাস করছে একাধিক মুসলিম ও হিন্দু পরিবার। যে পরিবারগুলির মধ্যে কোনও লড়াই নেই, হিংসা নেই। আছে সম্প্রীতি।
বিকাপুর তহশিলের আওতায় থাকা এই গ্রামটিতে দীর্ঘদিন ধরেই রয়েছেন দুই ধর্মের মানুষ। গ্রামের প্রধান অংশে আছে একটি বড় মন্দির, পাশেই আছে একটি মসজিদ। গ্রামেরই এক বাসিন্দা, হাজি মহম্মদ ওয়াসিম জানিয়েছেন, "এমন শান্ত গ্রাম আপনি কোথাও খুঁজে পাবেন না। এখানে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই নিজেদের মধ্যে বোঝাপড়া করে চলেন। আমরা নিজেদের প্রার্থনার সময়টাও আলাদা আলাদা করে ঠিক করে নি। এখানে কোনও শত্রুতা নেই।"
উল্লেখ্য, ১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙার পরে যে সাম্প্রদায়িক অশান্তি তৈরি হয়েছিল, তাতে মৃত্যু হয়েছিল প্রায় দু’হাজার লোকের। কিন্তু এই গ্রামে তখনও ছিল মানুষের মধ্যে একতা।