X Close
X
+91-9846067672

বিনা পরিশ্রমিকে রোজ রাতে মসজিদ পাহারা দেন হিন্দু যুবক


মসজিদ পাহারা দেয় হিন্দু যুবকটি। তাও আবার বিনা পারিশ্রমিকে। মসজিদের ভিতরে রাতের তারাবি নমাজ আদায় করে রমজানি নমাজিরা। আর তাঁদের মোবাইল ফোন থেকে শুরু করে মোটর সাইকেল-সহ দামি সামগ্রী-সবকিছুই মসজিদের বাইরে পাহারা দেন এক হিন্দু যুবক৷ রেলকর্মী অমিতকুমার প্রসাদ নিজের ডিউটি শেষে সারা রমজান মাস জুড়ে স্বেচ্ছায় এই মসজিদ পাহারাকে নিজের সেবা বলে মনে করেন৷

ঘটনাটি রামপুরহাটের। রামপুরহাট শহরের বড় জামে মসজিদে পবিত্র রমজান মাসে রোজার তারাবির সময় মসজিদে ভিড় বাড়ে। সঙ্গে বাড়ছে যানবাহনের সংখ্যা। কয়েক বছর আগেও নমাজে ব্যস্ত থাকার সুযোগে নমাজিদের সাইকেল, মোটর সাইকেল চুরি যেত বলে অভিযোগ। খবর পেতেই গত  কয়েক বছর ধরে মসজিদের বাইরে নমাজিদের রেখে যাওয়া সামগ্রী পাহারায় এগিয়ে আসেন অমিত কুমার।

মসজিদের ইমাম সাহেব থেকে মসজিদ কমিটির সদস্য এবং নমাজিরা সেই কৃতিত্বের পুরোভাগটাই দিচ্ছেন একজন হিন্দুকে। উল্লেখ্য, হিন্দু-মুসলিমকে উত্তপ্ত করে দাঙ্গা বাঁধানো যে রাজনীতি চলছে তাতে এই ঘটনা নিঃসন্দেহে সম্প্রীতির দৃষ্টান্ত রাখলো। 

অমিতকুমার প্রসাদ রেলকর্মী। তাঁর বাড়ি রামপুরহাট বাজারপাড়ায়। মসজিদ থেকে সামগ্রী চুরির খবর পেয়ে অবিবাহিত এই যুবক স্বেচ্ছায় মসজিদ কমিটির সঙ্গে  দেখা করেন। নমাজিদের সাহায্যের উদ্দেশে তিনি এগিয়ে আসেন বলে জানা গিয়েছে