আরও একবার সম্প্রীতির নজির গড়ল বাংলা। সামনেই রথযাত্রা। তার জন্য রথ বানানো ও আনুষঙ্গিক কাজকর্ম চলছে জোর কদমে। বারাসতের বনমালীপুরে রথ গড়ার কাজ করছেন তিন মুসলিম যুবক। শেখ সাহার আলি, সাবির মণ্ডল ও শেখ আয়েব আলি। সাহার ও আয়েব সম্পর্কে দাদা-ভাই। থাকেন বনমালীপুরেই। আর সাবিরের বাড়ি বিড়ার রাজীবপুরে।
সাহার, সাবির ও আয়েব জানান, এবারে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মাটির মূর্তি হলেও, সামনের বার কাঠ দিয়ে তাঁরা জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি তৈরি করবেন।